Skip to content

ভালোবাসার যজ্ঞ —- রমেন মজুমদার

ভালোবাসার যজ্ঞ
———- রমেন মজুমদার
04/08/2021
আকাশটা ভিজুক মনের মত করে
আত্মার দহনযজ্ঞ একটি ক্ষণস্থায়ী ফুলের শুভেচ্ছা,- নাই জানালে—
ভালোবাসা মনছুঁয়ে যাওয়া সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান করা বাঞ্চনীয় ।

জীবন ও যৌবনের পোড় খাওয়া গলিতে নর্দমার জল যতই গড়িয়ে যাক, আলোর মুখ ফিরিয়ে আনার জন্য আকাশটাই যথেষ্ঠ–

সুখ অনুভবকরা মানবীয় আকর্ষিত শক্তি; সূর্যের চাইতেও প্রখর !
রোজ বাগানে কুসুম বিকশিত হলেও তার যন্ত্রণার শেষ নেই—

সে কেবল সান্নিধ্য চায় একটি সৎ
ভ্রমরের–
মধুর চাহিদার যোগান জন্মানুসারে একটি অবস্থানের দিক নির্দেশনা মাত্র–

আজ, তা’ হলে কী প্রোপজ ডে’বঞ্চিত হওয়ার বিলক্ষণ যাতে না হয়; তার জন্য একত্রিত হোক বিশ্ব পরম্পরা…..
আকাশমাটি বায়ুপ্রবৃত্তির
নির্যাস গুণের সমন্বয় সাধন করাই তার ধর্ম—

ভালোবাসার যজ্ঞে আত্মাহুতি হোক প্রতিটি গোলাপের পাঁপড়ি।
নির্মল বিশ্ব পবিত্রহোক তার দহন
শিশির বিন্দুতে,
প্রতিটি ফোঁটায় ফোঁটায়—
বেলামন্দির।
**** **** ****

মন্তব্য করুন