Skip to content

ভালোবাসার বাঁধনে বাঁধপড়া আমার প্রাণ,
ক্ষণে ক্ষণে কেউ যেন করে যায় কলতান ।
চঞ্চল হয়ে ওঠে দিবা-যামী হৃদয়-মর্ম্র
কিছু একটা অনুভব করি শুন্য প্রান্তর ।
সে কে ? চিনা জানা হয়নি আজো বিস্তৃতি
তবু সে প্রাণবন্ত ! চির চেনা উজ্জ্বল হীরেমতি
অপলক তাকিয়ে থাকে মিষ্টি হেসে
ঠিক যেন মোনালিসা শ্রাবণের বরষে
তুমুল ঝড়ো হাওয়ার পরশে
চূর্ণ্ বিচূর্ণ্ করে যায় হরষে !
তবু যেন আমি অদৃশ্য সংকেতে
ভালোবাসার বাঁধনে বাঁধ পড়েগেছি
তারই অনলময় শিখাতে-
অফুরান ভালোবেসে ফেলেছি চৈত্রের তাপ,
জ্বলে পুড়ে হয়েছি ছাঁই তব নেই অভিশাপ !
যদি কখনো তোমাকে খোঁজে পাই-
হৃদয়ে হৃদয়ে বলবো, ভালোবাসি, অনেক ভালোবাসি
এখন নেই, তাই বলে কি তুমি হবে না ফুল ?
ভালোবাসার জলে ভরে যাক নদীর কূল।
————————————————

মন্তব্য করুন