Skip to content

ভালোবাসার প্রমাণ- ডা কাজী আনোয়ার হোসেন বাঘাবারো

ভালবাসা ত্যাগে সেবায় দানে প্রমাণ
ভালবাসা দাতা জীবে করে সম্মান।
বনের পাখি খড়-কুড়িয়ে নীড় যে বানায়
রোদ, বৃষ্টি, ঝড়,শত্রু থেকে ছানা বাঁচায়!

পাখনার নীচে মুরগী কেন বাচ্চা রাখে?
বৃষ্টির দিনেও মুরগী এমন করে থাকে।
বিড়াল কেন তাড়লেও বারবার কাছে আসে?
কিসের আশে কিসের নেশায় ঘুমায় পাশে।

মালিক দেখলে কুকুর কেন লেজটা নাড়ে?
অচেনা লোক দেখলে কেন কুকুর তাড়ে?
পশুপাখির এমন কার্য নয় তামাসা
জ্ঞানী মানুষ বুঝে এটাই ভালবাসা।

মন্তব্য করুন