Skip to content

ভালোবাসাবাসি।

রোজ আসে মেঘেরা আকাশের গায়
রোজ হাসে তারারা দূর নীলিমায়
দূরে থাকে হাসিরা- দূরে থাকে সেই
মনে মনে ভাবি সে, মনে কেনো নেই

রোজ হাসে ফুলেরা ফুলেদের গাছে
রোজ হাসে চোখেরা চোখেরই কাছে
রোজ রোজ হেসে হেসে চাঁদ-শিশু খেলে
লাল ঠোঁটে হাসি দেয় সূর্য্য বিকেলে

জোৎস্নারা হেসে হেসে জলে জলে পড়ে
প্রত্যেক ছায়াটাও হাসে নিজ তরে
কষ্টেরা গান গেয়ে হাসাতে চায়
তবু কি কষ্ট সে মুছে দিতে পায়

অনামিকা হাসি দেয় বন্ধনের দিন
দাম্পত্যের পৃথিবী- কি যে সেই ঋণ
পেয়ে বা না পেয়ে চলে এই হাসাহাসি
রিক্ত-সিক্ত আর ভালোবাসাবাসি।

মন্তব্য করুন