Skip to content

ভালোবাসার রুদ্দুরে- মোঃ আমিনুল এহছান মোল্লা

গোলাপের কাছে আমার মেলেনি ঠাই,
কাঁশ বনের শুভ্রতায় এলাম যে তাই,
পূর্ণিমার আলো যেন পাই,
ঘূর্ণি ঝড়ের ধূলি কণা এলো অবেলায়,
চোখ মুখ ঢেকে দিলো নির্ভাবনায়,
আমার শেষ শুভ্রতাটুকু নিলো বিদায়
কোথায় ছুঁটেছি ! কোন সে দূরের পথে ?
আজ যে সব হারায়ে হায় হায় !
অপলক চেয়েছিলাম পূর্ণিমার শুভ্রতায়
সবই শুন্য, সবই অধরায় !
ভালোবাসার রুদ্দুরে কালো মেঘের খেলা
জানি না সে কি কারনে
অনল জ্বালিয়ে দিলে হৃদয় কাননে-
ভালোবাসাই করে গেল নিঃশ্ব আমায়
তবু যে ভালোবাসি তোমায়— হে গোলাপ !
—————————————-

মন্তব্য করুন