Skip to content

ভালবাসার স্মৃতি মায়া, কাজী আনোয়ার হোসেন বাঘাবারো

আর দেখা হয়নি জ্যোৎস্নার চাঁদ, মিটবে না আর পাশাপাশি বসিবার স্বাদ!
গোলাপ, চামেলি, গাদা ফুল ফুটবে না আার, নেই তো সে পানি দেবার!
জামা ক্যালেন্ডার করে, হয়তো আর পড়া হবে না সুখ ভরে!
ঈদের মার্কে বলবে না কেউ, জামা কিনবে? আমার জমানো টাকা নাও!
গায়ে জ্বর হলে, দিবে না কেউ মাথায় পানি ঢেলে!
আমার পছন্দের হাতে কাটা সেমাই, রান্না করে সামনে দিবেনা কেউ আর সাজাই!

আমার অপেক্ষায়, কেউ থাকবেনা দরজায়,
আমার রাগ হলে, কেউ আর রাগ ভাঙবেনা গানের ছলে!
টেবিলে রান্না করা সাজানো খাবার, ক্ষুধা লাগলেও পাবো না একবার!
চিন্তায় আমার পাশে, সন্তানের বাসনা পুরণে, আর কেউ নেই দর্শনে!
ভুলে রেখে গেলে কিছু , স্বরণ করে এগিয়ে দিতে, আর আসবে না কেউ পিছু।
কে করবে, কে বলবে?
যে ছিল আমার, আমি ছিলাম তাহার!
সে আজ চিরতরে, আমায় ছেড়ে পরপারে!
ভুলতে গেলেই, মনে পড়ে, কেঁদে কেঁদে তাই বুক ভাসাই!
তবুও ভুলতে হয়, চিরকাল কেউ বাঁচিবার নয়!
পৃথিবীর নিয়ম নীতি, তাই ভুলতে হয় ভালবাসা আর প্রীতি!
ভুলেছি কায়া ভুলেছি ছায়া,ভুলতে পারিনি স্মৃতি আরা মায়া।

যেথা যাই, অফিস কিংবা বাজার, মনে হয় ভীমরতি ধরেছে আমার
কত হয় মানুষের কাছে ভুল,বসের কথায় মনে পাই সূল।
বুঝিনি ভালবাসা, এখন বুঝি এটাই ভালবাসা, ভালোবাসাই খাসা।
কাছে থাকলে ভালবাসা বুঝা যায়না, দূরে গেলে বাড়ে ভালবাসার যন্ত্রণা।
যদি হয় পবিত্র ভালবাসা, তবেই থাকে শান্তির আশা ভরসা।

নশ্বর পৃথিবী আসা যাওয়ার খেলা,পূণ্যের কাজ কর মন থাকতে বেলা।
আসলে আজরাইল, মাফ করবেনা কোন আপিল!
মরতে হবে যতই হও বাহাদুর, কবর ঘর আজাবে সমাদর!
কবর ঘরে সাজা দিতে ফেরেস্তা মাতি,পূণ্য থাকলে কবর ঘরে আল্লাহ রাসুল সাথী।

1 thought on “ভালবাসার স্মৃতি মায়া, কাজী আনোয়ার হোসেন বাঘাবারো”

মন্তব্য করুন