Skip to content

ভাবনা

বলতে পারি না কথা মনে ভাই বড় ব্যথা
ভেবে ভেবে চলি পথ,
কখন জানি কি হবে বুঝি না আমি তো তবে
নানা জনে নানা মত।

জীবন সহজ নয় পদে পদে থাকে ভয়
ভেবে পথ চলি তাই,
জীবন যুদ্ধে তবে বিজয় আসবে কবে
জানি না যে আমি ভাই।

ভেবে ভেবে করি কাজ নাই তাতে কোনো লাজ
তবু শঙ্কিত মন,
ভরসা পাই না কিছু ছুটি ধোঁয়াশার পিছু
ভাবনায় প্রতিক্ষণ।

অচঞ্চল এ মনে সদা ভাবনার সনে
সুখ সুখ আমি করি,
সুখের ভাবনা ছাড়া জীবনটা দিশেহারা
দুখের ছোঁয়ায় মরি।

দূরদর্শন ছাড়া জীবনটা দুখে ভরা
বুঝ ওহে ভাই সবে,
জীবন নামের খাতা ফাঁকা তবে পুরো পাতা
হিসাব মেলে না তবে।

হিসাব করি যে তবু মেলে না হিসাব কভু
ভেবে ভেবে হই সারা,
সুখ সন্ধানে আমি জানেন অন্তর্যামী
সঠিক যাত্রী কারা।

রচনাকালঃ
১৪/১০/২০২২

মন্তব্য করুন