Skip to content

ভাবনা – সঞ্জয় দাস

তুমি আসবে বলে,
এই জীবনের সমস্ত অপেক্ষা আমার;
তা শুধু একান্তই আমার।
এই পৃথিবীর সব ক’টা বসন্ত জড়ো করে,
কৃষ্ণচূড়া ফুল ফুলদানিতে সাজিয়ে রেখেছি;
তুমি আসবে বলে
অপেক্ষা কেবল শুধুই আমার।
ঐ আকাশ রঙের শাড়ি আর খোঁপায়
দুধ – সাদা রঙের শিউলি পরে,
লাল টুকটুকে সূর্যটাকে দেখে;
মিষ্টি মৃদু হাসি মেখে তুমি আসবে।
জানি তুমি আসবে, তুমি আসবে,
অপেক্ষা কেবল শুধুই আমার।
সৌরজগতের জীর্ণতাকে শূন্য করে,
“এক স্বর্গ ভুবন” ভালোবাসায় পূর্ণ করে,
আমাকে নিবেদন করবে প্রেম।
হবে আমারই অপেক্ষার অবসান।
তুমি আসবে নাকি আমার সমস্ত ভাবনা শুধুই ভাবনা থেকে যাবে?
কেবলই অপেক্ষা অপেক্ষায় রয়ে যাবে?

মন্তব্য করুন