Skip to content

ভয় হয় – ইবু

খসে পড়া তাঁরার মত
আমারও ভয় হয় অন্ধকারের,
হারিয়ে যাওয়ার।
নিঝুম রাতে– চাঁদ থেকে দূরে,
কত দূরে!
ভয় হয় ভীষণ– একলা হওয়ার
যদি রাত কেটে যায়!
এত আলো— বিলীন করে দেবে সবকটা তাঁরা
ঝিঁঝি পোকারা আর ডাকবে না
কত কোলাহল–
প্রতিযোগিতার দৌড়?
ভয় হয় ভীষণ।
পেঁচারা অন্ধ হয়ে যাবে,
ঘুমিয়ে থাকবে।
সবাই কি তা পারে?
আচ্ছা, রাতেও কি সমুদ্র নীল হয়?
ভালো বাসে রজনীগন্ধা?
তলিয়ে যায় না– গভীর— গভীরে!
সেখানেও তো অন্ধকার।
খসে পড়া তাঁরা গুলো কি সেখানেই থাকে?
ঢেউ গুলো আটকে দেয় চাঁদের আলো।
শুষে নেয় সবটুকু স্নিগ্ধতা।
পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকে।

মন্তব্য করুন