Skip to content

ভবিষ্যৎ – ফকির সেলিম

  • by

বারো বারো আর বারো
জীবনে কভুও আসবেনা ফিরে কারো

আজ থেকে টানা একশ বছর পরে
কি জানি হয়ত দিনটি আসবে ফিরে

অথবা হয়ত থাকবেনা দিন, দেখবেনা কেউ রাত
মানুষ হয়ত খাবেনা গোস্ত, ডাল রুটি মাছ ভাত

ধর্ম বর্ণ জাত ভুলে সব হাওয়া খাবে হাতে ধরে
জ্বীন ভুত আর দৈত্য দানব পকেটে রাখবে পুরে

মাটি গিলে খাবে সাত সমুদ্রে, বন পুড়ে হবে ছাই
স্যাটেলাইটের সাম্পান ছাড়া বেঁচে থাকা হবে দায়

ইথারে ভাসবে পাথরের দলা আকাশে উড়বে গাড়ী
সাত আসমান পাড়ি দিয়ে সবে শুন্যে বানাবে বাড়ী

মানুষের সাথে মহাশুন্যের ছায়াপথে যাবে জ্ঞ্যান
গড ভগবান আল্লাহ্র পাশে যন্ত্রে দানিবে ধ্যান

সৌরজগৎ সরু হয়ে যাবে, মানুষের ভীড়ে ভীড়ে
মানুষই হয়ত আলো কেড়ে নেবে সূর্যের বুক ছিড়ে

নীহারিকা আর উল্কা পিন্ড, ধুমকেতু কিবা গ্রহ
মানুষের পাশে টিকতে না পেরে জ্বালাবে ভীষন দ্রোহ

আজ থেকে টানা একশ বছর পরে
কি জানি হয়ত সৃষ্টি ধ্বংস এক হয়ে যেতে পারে।

মন্তব্য করুন