Skip to content

ভদ্রলোক — নজরুল ইসলাম খান

ভদ্রলোক
————
–নজরুল ইসলাম খান

রাস্তার মোড়ে ভখাটেরা ,
কলেজ পড়ুয়া মেয়ের হাত ধরে টানে ।
ভদ্রলোকেগুলো চেয়ে চেয়ে দ্যাখে,
আর চুপচাপ ফেরে ঘর পানে ।

রাজনৈতিক প্রতিহিংসায় প্রকাশ্য জনপথে,
দুর্বৃত্তরা তারুণ্যের প্রতীককে গুলি করে মারে ।
নিরেট ভদ্রলোকেরা তখনও শুধু দ্যাখে, এবং
নিজেকে বাঁচিয়ে সরে যায় অন্তরালে ।

ছিনতাইকারীর ছুরিকাঘাতে
এফোঁড়ওফোঁড় হয়ে যায় পথচারী ।
ভদ্রলোকেরা একনজর চেয়ে
নির্বিকার ফিরে যায় যার যার বাড়ি ।

পাড়ায় ডাকাত পড়ে প্রতিবেশীর ঘরে ,
পাশের ভদ্রলোকেরা নিজ নিজ দরজায়
খিল দিয়ে ভয়ে মরে ।

সিন্ডিকেটবাজরা অযথা পন্যের দাম বাড়িয়ে
লুটে নেয় জনতার পকেটের পয়সা ।
ভদ্রলোকেরা তবু মুখ খোলে না সহসা ।

জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করায়
বিপক্ষের নেতাকে খোঁজে পুলিশে ।
ভদ্রলোকেরা ধরিয়ে দিতে
সহযোগিতা করে তালাশে ।

কোন সচেতন ব্যাক্তি যদি এগুলো লিখে
সামান্য অনুভূতি সৃষ্টি করতে চায় মানুষের মনে।
ভদ্রলোকেরা ঝামেলার ভয়ে
এড়িয়ে যায় তা সন্তর্পণে ।

শেষে একে একে সব ভদ্রলোকের সাথে
ঘটে ঘটনাগুলো ।
অন্যরাও শুধু তখন চেয়ে চেয়ে দ্যাখে
অবলীলায় ওগুলো।

০৫/০৮/২০২৩

মন্তব্য করুন