Skip to content

ব্যারামের পথ্য

আধুনিকতার ভীষণ অসুখ
এই কথাটি সত্য,
অতীত গেছে ভীষণ ছুটে
আনতে তারই পথ্য।
বর্তমানের মাথায় ব্যামো,
5G-এর কানে;
3G-গেছে বৃদ্ধাশ্রমে
4G-সেটা জানে।
বিবেক এখন যক্ষ্মা রোগী
মনুষ্যত্ব ভোগে জ্বরে,
সত্য পড়ে জ্ঞান হারিয়ে
অসত্যের এক চড়ে।
সৎ গিয়েছে ডুবে মারা
অসৎ আছে ভেসে,
ভবিষ্যৎ সব দেখে শুনে
বিষম খাচ্ছে হেসে।
অনলাইনের ছোঁয়ায় নাকি
1G-কোভিডে মরে!
ছুঁচ্ছে না আর কেউই তাকে
যাচ্ছে সবাই সরে।
স্বপ্ন এবং আশা কেবল
সুস্থ্য সবার মাঝে,
তারাই গেছে আনতে ওষুধ
কেউবা যদি বাঁচে।

মন্তব্য করুন