Skip to content

ব্যাতিক্রমী – ইন্দ্রনীল দাস

সংজ্ঞাগুলো‌ বদলে দেওয়া কঠিন বড়,
চেনা নিয়ম অতিক্রমের নানান ঝুঁকি,
আঙ্গুল ওঠে, ছি ছি রব, এর পরও
ভেংঞ্চি কেটে সমাজটাকে বলছি, ‘টুকি’।

ছড়িয়ে ছিটিয়ে দু চারখানা পাগল আছে,
বুড়ো আঙ্গুল তুলে যারা আগুন শ্বাসায়,
তাদের সাথে জোট বেঁধেছি লংকা গাছে,
গা পোড়ানো জ্বালানি বিষ তাই তো ভাষায়।

মিষ্টি পথের ধার ধারি না সৃষ্টিছাড়া,
রোদ ফেলে অনায়াসে বৃষ্টি মাখি,
বাছা বাছা বিশেষণ করুক তাড়া,
নামের পাশের যত্ন করে সাজিয়ে রাখি।

দায় নেই সব বদলে দেওয়ার আমার কাঁধে,
যে যা ভাবে ভাবতে থাকুক সাদা কালো,
জড়াবো না আর কখনো সংজ্ঞা ফাঁদে,
ঘরের খেয়ে বনের মোষ তার চেয়ে ভালো।ন

মন্তব্য করুন