Skip to content

ব্যর্থ প্রেমিক – আমিরুল ইসলাম

“ব্যর্থ প্রেমিক”
– আমিরুল ইসলাম
_____________________________
দূর আকাশের তারার দিকে
তাকালেই কেন যেন তোকেই দেখতে পায় …
চাঁদের মুচকি হাসিতে ফুটে ওঠে তোরই প্রতিচ্ছবি
তোরই মুখের হাসি ।
জোনাকির তীক্ষ্ম উজ্জ্বল আলোও আজ হৃদয়ের আঁধার
ঢাকতে পারেনা । হৃদয়জুড়ে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার।
হৃদয়টা আজ ছন্নছাড়া, সর্ব হারা..!
কীসের অভাব যেন অন্তরকে গুমরে গুমরে কাঁদায়।

দক্ষিণ বাতাস শরীরটাকে কেমন শিরশিরিয়ে দিল..
মনে হলো শত বছর পর কার হাতের স্পর্শে
জীবনটাকে পূনরায় বেঁচে থাকার স্বপ্ন কুড়িয়ে এনেদিল।
শিহরিত চঞ্চল দেহটাকে উথালপাতাল করে দিল
অচেনা অজানা এক দুর্ভিক্ষের সাইক্লোন।
বুকের ভেতর কারা যেন কাঁদে…..
নোনা জলের ঝাপটায় হৃদয়টা বিধ্বংস দ্বিখণ্ডিত আয়না।

তোকে একটি পলক দেখতে শীতের কনকনে
ঠান্ডায়, কত রাত কত ভোরের শীতল বাতাসের সঙ্গে
যুদ্ধ করে তোর দক্ষিণী জানালার দিকে চেয়ে থেকেছি ….
শুধু মাত্র তোকে একবার দেখার জন্য।
নিকোটিনের ন্যায় নেশাগ্রস্থ হয়ে থেকেছি
লক্ষ্য কোটি ঝড় তুফান পরোয়া না করেই ।
শত শত বছর ধরে তোর অপেক্ষায়
কত সাইক্লোন , কত ভিসুভিয়াসের বাঁধাকে পরোয়া না করে
তৃষ্ণ চক্ষু তোর জানালায় আটকে রেখেছি সহস্র বছর ধরে।
ভেবেছিলাম আসবি গোলাপ চারায় জল দেবার ছলে
জানি আসবি না !
আমি জানি..আমি ব্যার্থ তোর হৃদয়ে প্রেমের বীজ বপন করতে
আমি জানি,আমি ব্যার্থ প্রেমিক…..

Date :- 14/10/2019
Time :- 1:22 A.M MIDNIGHT

মন্তব্য করুন