Skip to content

বৈশাখি দর্শন _ মোহাম্মদ আব্দুল হক

পাখিরা নিরব কেন
কিসের শংকায় যেন আজ
সবাই চুপ চুপ
সাড়া নেই রোজকার মতো।
কে যেন এলো
আজ এ কেমন কড়া নাড়া
এ কোন অস্থিরতা
বড়ই বেপরোয়া আচরণ।
একী! কেউ নেইতো
আকাশ ভয়ংকর কালো
মেঘে মেঘে যুদ্ধ রূপ
দরজায় বাতাসের ঝাপটা।
বিস্ময়কর পরিবর্তন এক
চারিদিকে হাঁক ডাক
জীর্ণতা ঘুচে যাক
স্বাগত বাংলার বৈশাখ।
ঝড় তুফানের খেলা
ভয় জাগানো বাজ
কাঁপে ঘাস মহীরুহ
নর নারী উত্তাল তরঙ্গিনী।
মৃত্তিকায় নতুন বিস্ফোরণ
আকাশে মেঘের গর্জন
বর্ষণে নতুন ফলন
এইতো বৈশাখি দর্শন।।
(কাব্যগ্রন্থ : শুভ্রাংশু)

1 thought on “বৈশাখি দর্শন _ মোহাম্মদ আব্দুল হক”

  1. মোহাম্মদ আব্দুল হক কলামিস্ট,কবি ও প্রাবন্ধিক

    বাংলাদেশের প্রতিটি মাসের একেকটি বৈশিষ্ট্য আছে, আছে ভিন্ন ভিন্ন দর্শন। এই কবিতায় বৈশাখ মাসের দর্শন ফুটে উঠেছে।

মন্তব্য করুন