Skip to content

বেলা শেষে

নিঃশব্দে কাঁদছো কেন?
ছুঁয়ে মেঘ অনিমেষ।
ভাসালেই প্রেমাচল
বিষাদে পুড়ে শূন্য চোখের কোন।
কোন ঢলে ভেজালে ?
আবছায়া চোখে স্নান অবিরল,
তুমি কি জানো?
বেদনা পুষে বৃষ্টিও এক অসুখ।
মিহি রোদে বিকেলের খামে
সুবাস মেখে সন্ধ্যা আসুক মানুষের বুকে।
শুনছো মেয়ে?
আলতো করে ছুঁতে পারো তুমিও খানিক!
সঙ্গোপনে দীর্ঘশ্বাসে,
তোমার চুড়ির শব্দ বাজুক।
ততটুকু দিও চোরাবালির আড়ালে
যতটুকু আলো জ্বেলে ডেকেছিল!
ষোল আনা কাটিয়ে দেখি,
ভীষণ আকুলতায় তুমিময় মাখামাখি।
চোখে রাখো চোখ,
বেদনার জীবন ভেঙ্গে অচেনায় ভাসুক;
জেগে থাকো জানালা জুড়ে
তুমি চেয়ে দ্যাখো জীবনের হিসেব সহজ।
শোনো,
সুতোটুকু কেটে উড়িয়ে দিয়েছি স্মৃতির সূচক
বেলা শেষে থেমেছি আমি, জানি তুমি অন্তর্যামী।
মনে রেখো,
মনে রেখো তোমার অথৈ আদরে লাগে যদি একা
তাকিও তখন হাসিমুখে দেখবে আমার ছাপ আছে আঁকা।

মন্তব্য করুন