Skip to content

বেলা শেষে- কল্লোল সরকার

প্রেয়সী এসেছো তুমি?
সম্প্রতির বেড়া ভেঙ্গে জ্যোৎস্নায় উন্মোচিত হতে।
চলো ভেসে যায় চুমু খেয়ে!
উড়ে যায় প্রজাতি হয়ে এক লহমায় নেচে।
বেলা শেষে এক অবয়বে প্রস্রবণ নিয়ে হারিয়ে ফেলি কন্ঠস্বর!
ভাসছি,
মেলামেশা করে নেশাতুর হয়ে পড়ি
যৌবনের কতো ওলোট পালোট স্মৃতি।
তোমার উদ্দীপনায় আমি যেন কেটে যাওয়া ঘুড়ি!
কষ ঝরে গোলকধাঁধায় ঘুরি,
দিন রাত শূন্যতায় ভেসে,
দীর্ঘ নিরবতায় তোমার বুকে মঞ্জুরী সাজিয়ে রাখি।
স্বীকার করি,
আমি স্বীকার করি নিশ্চুপ থেকে মাঝে মাঝে বেহাগের করুণ সুরে বেজে উঠি
বুঝতেই পারিনা তোমার নিশ্চুপ নালিশ।
পৃথিবীর পথে হেঁটে হেঁটে ছিঁড়ে ফেঁড়ে গেছি
প্রেমের নামে অংকুরিত অগ্ন্যুৎসবে দুর্বিনীত যৌবনকে শুদ্ধ করেছি।
আমি জানি,
আমি জানি নিস্তব্ধতা কেমন!
উজ্জ্বলতা নাশ ছাতকুঁড়োমাখা আবছা অন্ধকার।
বহতা জীবনে অস্পষ্ট জগতে হাঁটলাম,
ব্যার্থ ধারণায় চুপে থামলাম!
প্রেমের ঝড়ে গৃহত্যাগী হয়ে প্রেয়সীকে ফিরে পেলাম।

মন্তব্য করুন