Skip to content

বেলা মেলা- শুভশ্রী রায়

কার পেলব গায়ে লাগছে অভাবের ঝাঁঝ, দশা বেহাল
কলের দখল, বাজারি কোঁদলে কে হচ্ছে নাজেহাল?
সকাল, সকাল!

কে এখনো ভাবছে সকালে বান রুটির বদলে ভালো হত পরোটা
কে এখনো ভাবছে দুপুরের ভাতে মাছের টুকরো চাই বড়টা?
বারোটা, বারোটা!

কে ভাবছে এবার বিশ্রাম নেব, উঠেছি ভোরবেলায়, কাজ করেছি হুড়মুড়
কার মনে হচ্ছে একটু গড়িয়ে নিতে পারলে ভালো, ঘুমে চোখ ভরপুর?
দুপুর, দুপুর!

কে ভাবছে এবার তৈরি হওয়া যাক, বাইরে গিয়ে কাল হয়নি খেল
কে ভাবছে বন্ধুরা আসবে তো! কেন বাজছে না কলিং বেল?
বিকেল, বিকেল!

কে ভাবছে কাজ তো হাল্কা, চ্যানেলে কী দেখা যায় – সিরিয়াল না কানুন অনধা
কার মনে রুটিগুলো চটপেট বেলে নিয়ে টিভির সামনে বসার ধান্দা?
সন্ধ্যা, সন্ধ্যা!

কার মনে হচ্ছে ফের রান্নাঘরে যেতে হবে না তো, যদি রুটির বদলে চায় ভাত,
কে ভাবছে, টানা ঘুম দরকার, সারা দিন হয়ে গেছে বহু কাজ আর বাত?
রাত, রাত!

মন্তব্য করুন