Skip to content

বৃষ্টি পাতের গপ্পো~ তমাল দাশ

মেঘ যদি হয় মির্জা গালিব, অষ্টাদশী নিম্মচাপ
তোমার জন্য কুড়িয়ে রাখি বৃষ্টিভেজা কাঠগোলাপ….
হলুদ রঙের পাঞ্জাবি আর ডালিম রঙা শাড়ির পার,
মাটির সোঁদা গন্ধ মানে লালন কিংবা পিট সিগার
বৃষ্টি ভেজে খোয়াই-বন, বৃষ্টি ভেজে ট্রামলাইন,
হারিয়ে যাওয়ার মন্ত্রণা দেয় বাউন্ডুলে মেঘলা দিন,
চাইলে তুমি হাত বাড়াও, দুজন মিলে নৌকো বাই,
পথ হারাব বলেই এবার কোথাও দূরে হারিয়ে যাই….
পাগল বলে হাসবে লোক, মিলিয়ে নেবে পাঠ্যবই;
বৃষ্টি এলে এড়িয়ে যাব এমনতর সুস্থ নই….
আমার হলুদ পাঞ্জাবি আর তোমার শাড়ির ডালিম পার,
সঙ্গে থাকুক লালন কিংবা দু এক কলি পিট সিগার…

মন্তব্য করুন