Skip to content

বৃষ্টি নিশা – পবিত্র প্রসাদ গুহ

পথ হারানো মেঘের রাশি
একলা আকাশ হঠাৎ বৃষ্টি
বৃষ্টির নেশায় মাতলো আকাশ
শ্রাবন ধারা ঝর ঝর সৃষ্টি।

চুপি চুপি মেঘের ঘরে
জল জমেছে ঈশান কোণে
খানিক দূরে রোদের উঁকি
লুকোচুরি আকাশ বনে।

মন কেমনের রামধনু রঙ
আঁকছে ছবি শেষ দুপুরে
চাইলে তুমি আকাশ হবো
বাজবো তোমার পা নূপুরে।

নীল আকাশে চাঁদের বাড়ী
চাঁদের বুড়ি একলা আড়ি
মেললো ডানা ঝাপটায় পাখি
স্বপ্ন দেখি সেথায় পাড়ি।

ফুল ফোটা ওই বিকেল বাতাসে
ভিজলো ওদের পাঁপড়ি সাজি
শ্রাবণ মেঘের ভেলায় চড়ে
বৃষ্টি রাণী আসলো আজি।

স্বপ্ন মাখি শ্রাবণ মেঘে
দুনয়নে ফুটলো কলি
রাত জাগা ফুল গন্ধ বিলায়
বৃষ্টি নিশা তোমায় বলি।

মন্তব্য করুন