Skip to content

বৃষ্টি অধরা – বিকাশ চন্দ্র মণ্ডল

শ্রাবণ মাসে বাবার মাথায় পূণ্যবারি বরিষণ করলেও
বর্ষাকালে মেঘের দেখা নেই, হেথাহোথা কোথাও।
বৃষ্টির বদলে নীলাকাশে চলছে মেঘের আনাগোনা
আষাঢ় শ্রাবণ বাংলার বর্ষাকাল বলে আর যায় না তো চেনা!
চিত্রকরের ক্যামেরায় কত আঙ্গিকে মেঘের ছবি তোলা
চড়া রৌদ্রে পুরুলিয়ার রুখাসুখা জমিন আজিও ফুটিফাটা
সমবৎসরের মাত্র একবার চাষেও হবে কি নিষ্ফলা ?
কৃষকের মাথায় হাত পড়েছে, ব্যনতলা আফ্যরা জ্বলা
এভাবেই একটা দুর্ভিক্ষ আসে কখনো বানভাসির খেলা।
” আল্লা, মেঘ দে, পানি দে ছায়া দে রে তুই, আল্লা মেঘ দে
আসমান হইলো টুডা টুডা জমিন হইলো ফাডা
মেঘ রাজা ঘুমাইয়া রইসে মেঘ দেবো তোরে কেডা।”

মন্তব্য করুন