Skip to content

বৃষ্টির বেড়ী – অথই মিষ্টি

হিমেল হাওয়ায়, হিম শীতল হয়
উত্তেজিত হিয়া ।
তাল-মাতাল বৃষ্টি, কেঁড়ে নেয় দৃষ্টি
পরিবেশ হিম হিম চাদরে ঢাকা ।

রিম-ঝিম এক তালে, মিষ্টি সুরে কথা বলে
কখনো বা স্তব্দ ।
পুরো-পুরি গিয়ে থেমে, হঠাৎ করেই আসে নেমে
মাতাল সে বৃষ্টির শব্দ ।

কখনো বা হৃদয় কাঁড়ে, কখনো সে বিরক্ত ধরে
যদি ভাসিয়ে দেয় ঘর!
হায়! বরর্ষা, নাই ভরসা
আবার ঝড়া শুরু ঝড়ঝড় ।

মন্তব্য করুন