Skip to content

বৃক্ষজনম

আমি দেখেছি সাপের পুরনো খোলস মানুষের কত প্রিয়
মরা মাছের কাছে কিনে দেখেছি আমার বাজার দর

সাইকেলের স্মৃতিহীন জংধরা চাকা
নির্বিঘ্নে পিষে দেয় আমার বালকবেলা
রক্তাত্ত করে রাখে প্রাচীন রুমাল

শীতল সাঁতার কেটে, হেটে বেড়ায় গুগলি শামুক

কিশোরী পা ডুবিয়ে মেপে নেয় যৌবনের গভীরতা
কিশোর তখনও মানুষ হতে শিখেনি
এখন আমি মানুষ হতে হতে ক্লান্ত, শ্রান্ত

হা ঈশ্বর বিনতি তোমায়
পরজনমে আমায় বৃক্ষজনম দিও।

মন্তব্য করুন