Skip to content

বুঝে নিও – সুবীর ভট্টাচার্য্য

তিল তিল করে বড় হয়ে ওঠা
ঝাঁকালো বৃক্ষতল,
বেওয়ারিশ যত দখলদারেরা
গড়েছে আবাসস্থল।

মনের ভেতর কুরে কুরে খায়
পুরাতন যত ভুল,
গহীন হৃদয়ে গোপন বাসনায়
রক্ত গোলাপ ফুল।

সাক্ষাতে এটা বলবো না আমি
পারলে বুঝে নিও,
যেদিন বুঝবে অপেক্ষায় আছি
নটে গাছটি মুড়িও।

মন্তব্য করুন