Skip to content

বুকের ভিতর ইতস্তত – তমাল দাশ

ধরো এক মেঘলা দিনে রাখলে মনের দরজা খুলে
না বলে ঢুকলো কোনো চালচুলোহীন বাউন্ডুলে….
সে যেন পাগলা হাওয়ার মতোই ভীষণ আত্মভোলা
নিয়মের ধার ধারে না, দুঃসাহসের বোতাম খোলা!
তুমি কি চুপ করে আর থাকবে নাকি আগের মতো?
তোমারও বুকের ভিতর জ্বলবে আগুন ইতস্তত!

ধরো এক ফাগুন দিনে প্রেমের চিঠি হলুদ খামে,
এল এক লক্ষ্মীছাড়ার পক্ষ থেকে তোমার নামে।
সে চিঠির শব্দগুলো খরস্রোতার মতোই জেদী,
সে মনের ইচ্ছেগুলো ভীষণ রকম হৃদয়ভেদী,
তুমি কি ফিরিয়ে দিয়ে করবে তাকে মর্মাহত
তোমারও বুকের ভিতর মোচড় দেবে ইতস্তত

ধরো এক ভরদুপুরে নিম্নচাপের পালকি চড়ে,
এল কেউ তোমায় নিতে রংচটা সেই গলির মোড়ে।
সে নাকি সৃষ্টিছাড়া, ধ্বংসে ভীষণ আগ্রহ তার
সে নাকি মন্ত্র শেখায় বাঁধন ছেঁড়া অবাধ্যতার
তুমি কি ফিরিয়ে দিয়ে করবে তাকে চন্দ্রাহত
তোমারও বুকের ভিতর বৃষ্টি হবে ইতস্তত

ধরো এক ঝড়ের রাতে নিরুদ্দেশের হদিশ পেলে,
যেখানে ধামসা মাদল বাজায় কোনো দস্যি ছেলে!
সে ছেলের শিরায় শিরায় আদিম খিদের ফল্গুধারা,
তোমাকে মরণ খেলায় করতে পারে আত্মহারা….
তুমি কি চুপ করে আর থাকবে নাকি আগের মতো
তোমারও বুকের ভিতর জ্বলবে আগুন অসংযত!

মন্তব্য করুন