Skip to content

বীর পাহলান — নজরুল ইসলাম খান

বীর পাহলান
——————–
–নজরুল ইসলাম খান

একটা চড়ে সাতটা মেরে
ভয় ধরায় সে লোকের মনে ।
মারতে পারে আরো সাতটা ,
বলে বেড়ায় জনে জনে ।

জ্ঞানী -গুনী চিন্তায় পড়ে,
এটা সম্ভব কেমন করে ?
গায়ে পায়ে হালকা পাতলা,
এত শক্তি কেমনে ধরে?

কী জানি হতেও পারে ,
তাইতো সবাই ভয়ে থাকে ।
ঐ চলেছে বীর পাহলান,
আড়াল থেকে দ্যাখে তাকে ।

লোকে করে কানাকানি ,
কথাটা কি সত্যি সত্যি ?
কাকে মারছে, কখন মারছে,
কাজেতে সন্দেহ ভর্তি ।

পরে যখন জানা গেল,
মেরেছে সে মশা সাতটি।
বলল সবাই, অযথাই
কষ্টে গেছে গত রাতটি ।

০৮/০৮/২০২৩
টুটপাড়া , খুলনা

মন্তব্য করুন