Skip to content

বিসর্জন কথা -প্রশান্ত শংকর

বিশ্বাস যত তাড়াতাড়ি ভাঙে
       ঘেন্না বোধহয় তত ভঙ্গুর নয় ।
       ঘুলঘুলির চড়ুই এর মতো
       দিয়ে যাও উপেক্ষার  আশ্রয়।
       হয়তো সবকিছু জেনে বুঝে নয়,
       হয়তো বা  সবকিছু  জেনেশুনে।
       দুই দশক শেষে এটুকুই  বিস্ময়
       সব কিছু পোড়েনা  আগুনে ।
       তবু পঞ্চভূতে মিশে যাক এবার
       সব ঘেন্না ,সব রাগ, প্রেমও ….
      শুধু থাক পলাশ শিমুলে আঁকা –
      সেই মেঠোপথ ; আর লাল ধুলো ।

মন্তব্য করুন