Skip to content

বিষাদ সকাল – রবীন্দ্রনাথ দাস।

সকাল থেকে সূর্যের মুখ এখনো হয় নাই দেখা
বিষাদে ভরা সকাল, আলো আর আঁধার রেখা
কাটিতেছে দাগ
নষ্ট মনের ফাগ
পাখিদের কলরব আজ গেছে হারিয়ে, কোথা
বুজি খাদ্যের শিকারে খুঁজিতেছে হেথা হোথা
দেখা হয়নি ভোরে
আসেনি যে দোরে
আমার আজকের ভোর হয়েছে অনেক দেরি
সকালে খাদ্য না পেয়ে কোথা করিতেছে ফেরি
আঁধার জীবন ভালো
মনের ঘুচে যায় কালো
একাকী একাগ্রে থেকে বুঝেছি এই আকাশ, দেশ
গ্রাম শ্যামলিমা কোকিলের ডাক বসন্ত কাটায় দ্বেষ
ঋতুর বৈচিত্র্য পড়ে ধরা
সূর্য তেজে জমিতে খরা
বর্ষার জলে ধুয়ে হয়ে যায় গ্লানি গাছের পাতা হতে
কতো জীব একত্রে থাকে পাশাপাশি ভিন্নতর মতে।

মন্তব্য করুন