Skip to content

বিষন্ন বিকেলের গল্প – সৈয়দ আশিকুল ইসলাম

তোমার চোখের দেখা পেলাম ঊনিশ শত আটষট্টি ঘন্টা পর।
এ যেন সহস্র বছর পরে আমাদের আবার দেখা,
তুমি অপরিচিতা যেন যেকোনো নারী আজ!
এরইমধ্যে জীবন আমাদের বদলে গেছে
এরই মধ্যে ভাঙচুর, উত্থান-পতন বদলে দিয়েছে
আমাদের জীবনের গতিপথ,
মধ্যরাতে দূরবর্তী ট্রেনের শব্দে চিরন্তন বিষন্নতায় ডুবে গেছি।
প্রিয় হাতখানি ভুলে গেছে সেই বিশ্বস্ত আঙ্গুলের ঠিকানা,
একটা নতুন বৃক্ষের চূড়ায় বসেছে আবার সেই চিরচেনা হৃদয়ের পাখি।
হে নিঠুর কেন এসে এমন আচমকা দাঁড়ালে সমুখে,
কেন উত্তাল সমুদ্রের বুকে আবার ডাকলে ঝড়!
কেন একটা দগদগে ক্ষতের মাঝে এমন ছুরিকাঘাতে আবার করলে ক্ষতবিক্ষত!

মন্তব্য করুন