Skip to content

বিরহী পাহাড়ের আর্তনাদ – সৈয়দ আশিকুল ইসলাম

তোমার স্মৃতির শরীরে হাত বুলাতে বুলাতে দেখলাম
ভালোবাসা আর দুঃখ শুয়ে আছে পাশাপাশি,
দূর থেকে মিটমিটিয়ে হাসছে একরাশ অভিমান,
উচ্চস্বরে বলছে বৈষয়িকতা “ভালোবাসা বিচ্ছেদরই অপর নাম”।
একটা নদীর মৃত্যুর শব্দে একটা পাহাড় ক্ষতবিক্ষত হলো, দুমড়েমুচড়ে গেলো
সেই খবর জানেনি নদীটি কোনোদিন।
মনে পড়ে সেই নদীটির কথা?
একদা আমাদেরই হৃদয়ের শব্দ নিয়ে বহমান ছিলো রাত্রিদিন
আমাদেরই হৃদকম্পনে উঠতো দুকুলপ্লাবী ঢেউ সেই শান্ত নদীটির বুকে।
আমাদের শব্দ, আমাদের প্রেম একদিন এমন নিস্তব্ধ হয়ে যাবে,
হবে এমন মরা নদী ভেবেছিলে?
ও নদী, মনে পড়ে সেই দিনগুলো ?
পাহাড়ের বুকে মাথা রেখে কাটিয়েছিলে কতো দিবস,
একসাথে একই উচ্চারণ বেজেছিলো হৃদয়ে,
কতো স্বপ্নের কথা, কতো লুকোচুরি প্রেম!
মনে পড়ে?

1 thought on “বিরহী পাহাড়ের আর্তনাদ – সৈয়দ আশিকুল ইসলাম”

মন্তব্য করুন