Skip to content

বিবর্ণ বিকেলের গল্প -সৈয়দ মাহমুদ

বিবর্ণ বিকেলে গরাদহীন খোলা জানালায়
আবছা প্রতিকৃতি ম্রিয়মাণ
ক্ষণিকের কৃপণ দৃষ্টির উষ্ণতায়
মেঘ মেঘে ছুঁয়ে যায় তীর,
অতঃপর বর্ষণ শেষে
ঝর্ণার জল সাগরে মিলায়
বালক পেয়ে যায় কাংখিত নীড়।
উজ্বলতর বিকেলগুলো আলোয় রাঙ্গা
বিবর্ণতা উড়ে যায়,
মোহনীয় ভাবনায় নাক্ষত্রিক আকাশে
অতিক্রান্ত কিছু রাত্রির পর
অকস্ম্যাৎ বিবর্ণ হয় বিকেল,
ব্যাকুল বিস্ময়ে শোনিতের বিচ্ছুরণে
স্বেদসিক্ত বালকের চোখে রাখে চোখ;
অপসৃয়মাণ যানের অভ্যন্তর হতে-
কিয়ৎক্ষণ তাকিয়ে রয়-বিষাদিত দহনবেলায়,
গরাদহীন খোলা জানালায় দেখা
আবছা-ম্রিয়মাণ প্রতিকৃতি।।

মন্তব্য করুন