Skip to content

বিন্দুবিস্বর্গ — রমেন মজুমদার

বিন্দুবিস্বর্গ
—-রমেন মজুমদার
৯/৮/১৯
অযাচিত ভাবনারা কুঁড়ে কুঁড়ে খায়–
একা নিশিথ সন্তর্পণে পাগলা ঘোড়ার টান অন্তরকে কাহিল করলে,
ঘরের বেড়া কর্তিত হবে সে ভাবনা নিশ্চিত !
কোনো দুষ্ট আগন্তুক হৃদঘরকে বন্ধনী রেখায় বাঁধতে পারে—
চুরি হতেপারে দুর্বল সম্পদ !—যা তোমার কাছে হিরকের চেয়েও মূল্যবান !

দ্বারখোলা নিকেতনে পুষ্পের সৌরভ
বিলীন হয়ে কিছুক্ষণ বায়ু নির্গত হবে না—
সেই মুহূর্তে চুরি যাবে যৌবন—
পদ্মপত্রে নির্গতহবে সৃষ্টির জলের ধারা ;
মোহনার তীরে বিন্দুবিস্বর্গ অভিশপ্ত বিষ ঢেলে দিবে !
কলঙ্কিতচাঁদবলে সামাজিক ব্যাখ্যায় রোপিত হবে–।

না থাকবে একুল–না থাকবে ওকুল !!
রাধার মতো মাতৃত্বহীন বলে তকমার সাগরের লেপ্টে দিবে–
সিঁদুর কপালে পরে যতই মনগৃহে পবিত্র হবার চেষ্টা করো,তাতে লাভ কিছু হবেনা––
কারণ বড়াই করার শেষ অস্তিত্ব যে
চুরি হয়ে গেছে ?
**** **** ****

মন্তব্য করুন