Skip to content

বিনিদ্র রজনী – মোঃ হেলাল খান চাঁদ

দিন গড়িয়ে রাত্র এলো
সূর্যি মামা বিদায় নিলো,
ছাড়লো এবার চাঁদের আলো
দেখবে তবে আঁখি খোলো।

রাতের সাথে আঁধার এসে
ঢাকলো এবার জগৎ টাকে,
মাঠের ধারে ক্ষনে ক্ষনে
রোজ নিশিতে শিয়াল হাকে।

আকাশ ভরা তারা গুলো
জ্বলছে মিটি মিটি,
জোনাক পোকা রাত্রি কালে
তাঁরার খেলার সাথী।

গাঁ বয়ে আজ ভেসে আসে
ঝিঁঝিঁ পোকার ডাক,
রাত্রি জাগা পাখির সাথে
জাগছি সারারাত।

মন্তব্য করুন