Skip to content

বিধি বাম যার- কবি রমেন মজুমদার

বিধি বাম যার
——
কলমে- রমেন মজুমদার
তারিখ-২৭/০৮/২৩

প্রদোষ কালেতে যার, মতি রে;-‘ দুর্মতি!
হয় কাল! ঘটে ভাগ্যে;বিমুখ নিয়তি!!
অভাগা সে জন হয়; বিধি শাস্তি ভালে!
দেখে কি কেহ তা?-তাঁর; নিয়তি শৈবালে।।

যেমতি- মতি গ্রহে, দণ্ডের ভালে তাঁর;
ভাগ্যচক্রে বিধি দান করে রে’ প্রহার!
নিজ দোষে অন্ন বাম! সেমতি করে রে!!
ভুল সে জীবন বাঁকে, পায় উপহারে।।

একটি জনমে দণ্ড! জীবন যাপনে…
লভে ফল চক্রে। হায় রে নির্বোধ নরে !!
বিধির কলম সত্য; ভাগ্যের বিধানে;-
ছাড়িয়া যায় স্বদেশ; সে জন লক্ষ্মীরে।।

কাল বাহে দণ্ডধারী দাঁড়ায়ে পশ্চাতে!
রহে সে অনুক্ষণ; ঐশিকের সুমতে ,
তাই তাঁর নিয়তি লিখন!– বঙ্গ ভূমি-
ছাড়ে;সেমতি ভ্রান্তি কাল! মনেতে গুনি।।
— সমাপ্ত।

মন্তব্য করুন