Skip to content

বিদ্রোহী প্রকৃতি – প্রসূন গোস্বামী

বনের গাছগুলো ক্লান্ত হয়ে পড়েছে
লোভী কাঠুরিয়াদের অবিচারে
যারা তাদের নির্দয়ভাবে কেটে ফেলে।
গাছগুলো বিদ্রোহ করার সিদ্ধান্ত নিয়েছে
তাদের কাণ্ড ও ডালগুলোয় কাঁটা গজিয়ে।
কাঁটাগুলো এতোই ভয়ঙ্কর
যে কাঠুরিয়ারা আর তাদের কাটতে পারবে না।

দেশের নদীগুলো ক্লান্ত হয়ে পড়েছে
মানুষ আবর্জনা ও দূষক পদার্থ ফেলায়।
নদীগুলো অম্ল হয়ে গেছে;
ফলে যা কিছু তাদের স্পর্শ করে
তারা তাকে পুড়িয়ে দেয়।
ধোঁয়া আর ছাইয়ের পাহাড়ের পিছনে
নদীগুলো হারিয়ে গেছে।

চিড়িয়াখানার প্রাণীগুলো বিক্ষুব্ধ হয়ে পড়েছে
লোলুরুপ রক্ষকদের অত্যাচারে
যারা তাদের ক্ষুধার্ত রাখে ও মারধর করে।
প্রাণীগুলো তাদের খাঁচা থেকে বের হয়ে এসেছে,
আক্রমণ করেছে দর্শক ও কর্মীদের
তাদের লাল দাঁত ও নখ দিয়ে।

বাগানের ফুলগুলো ঈর্ষান্বিত হয়ে পড়েছে
গোলাপের সৌন্দর্য ও সুগন্ধিতে।
ফুলগুলো গোলাপকে বিষাক্ত করার ষড়যন্ত্র করেছে
তাদের মধু ও পরাগ দিয়ে।
গোলাপগুলো শুকিয়ে গেছে,
বাগানটি হয়ে গেছে ফুলহীন।

আকাশের মেঘগুলো ক্লান্ত হয়ে পড়েছে
আবহাওয়ার একঘেয়েমিতা ও অভিন্নতায়।
মেঘগুলো প্রতিদিন তাদের আকার ও রং বদলাচ্ছে,
অদ্ভুত ও রূপকথার মতো নকশা তৈরি করছে
যা মানুষদের বিভ্রান্ত ও ভয়ে ভীত করে।

রাতের আকাশের তারাগুলো একাকী ও দুঃখী;
তারা স্বর্গ থেকে পড়ে যেতে চেয়েছে
পৃথিবীতে এমন কাউকে খোঁজার আশায়
যে তাদের ভালোবাসবে।
কিন্তু তারা যেখানে নামে
সেখানেই আগুন লেগে ধ্বংসযজ্ঞ ঘটে।

নিয়ম ভেঙে গেছে,
প্রকৃতি বিদ্রোহ করেছে।

মন্তব্য করুন