Skip to content

বিদ্রোহীর চরন তলে – আজিজুল হক

*বিদ্রোহীর চরন তলে*
©আজিজুল হক
#বিদ্রোহী #_নজরুল #_ইসলাম #বাংলাদেশ #_পশ্চিমবঙ্গ #কবিতা
তোমায় পুজিতে চাইনা আমি আর,
তোমার জ্বালানো আগুন দিয়ে পুড়িয়ে দিতে চাই জরাজীর্ণ নির্লজ্জ শাসকের মুখোশ গুলো!
মানুষেরে করে যারা বিভাজন
তাদের ভণ্ডামি গুলো ভাঙ্গিবারে আমাদের এই আয়োজন।
হে ,বিদ্রোহী, তোমার ললাটে উচ্চারিত মানবতার গান,
আজও অবহেলিত ! অসম্মানিত!
ক্ষমতায় বসে শাসক করে পুঁজিবাদী আস্ফালন।
হিন্দু না ওরা মুসলিম – প্রশ্ন টা আজ আর নয় অবান্তর!
স্রষ্ঠা রে জিজ্ঞাসো আজও
কে তুমি?
হিন্দু না মুসলিম নাকি চির ইতরজন?
তুমি তো মোটেই নও ভালো,
কেন না, তুমিই তো করেছ আসলে সমস্ত বিভাজন!
কেবা হিন্দু ,কেবা মুসলিম! কেই বা হল খিষ্ট্রান!
সত্যি কি ছিল মানুষেরে বিভাজনে এত প্রয়োজন?
মানুষ হল না তো কেউ,
সবই মানুষের নামে শুধু ইবলিশের আবাহন।
কে তুমি? কৃষ্ণ? কিংবা মোহাম্মদ?
ধর্ম পালিবারে চাই তোমার কাহারে ?
নজরুল নাকি প্রমীলার অমোঘ বন্ধন?
কারে ভালবাস তুমি?
কেই বা তোমার আপনজন?
মানুষ নামের অমানুষ ?
নাকি হাজার বিভেদের মাঝে মিলন মহান!
নারী নামের মানুষ, যাদের দিয়াছ তুমি সৃষ্টির সম্মান ,
নির্দ্বিধায় যারে করেছ আপনজন!
বিশ্বের যা কিছু মহান সৃষ্টি, চির কল্যাণকর
দিয়াছ তারে অর্ধেক অধিকার,
সমান সম্মান,
সৃষ্টিতে যার সর্বাধিক মান,
তুমিই তো দিয়াছ তারে মহীয়সীর আসন।
তুমিই সেই বীর পুরুষ,
পূর্ণ স্বাধীনতারে তুমিই প্রথম করেছ আহ্বান,
গান্ধী কিংবা কোন কমিউনিস্ট পারেনি অর্জিতে
আজও সেই মান!
ইতিহাস মুছে দেয় যারা ,
জাতিরে করে যারা অপমান
তুমি তো তাদের করনি ক্ষমা,
করনি আপোষ তাদের সনে,
নির্দ্বিধায় করেছ তাদের বলিষ্ট ভাবেই অসম্মান।
দাস নও তুমি তাদের, বুঝিয়েছ বারবার,
মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে হেকেছো স্বাধীনতার রণহুংকার।
কান্ডারীরে করেছ সতর্ক বারবার,
জাতের নামে বজ্জাতিরে করেছ চুরমার,
তুমিই তো প্রিয় ,শিখিয়েছ
মানুষই শ্রেষ্ঠ শুধু ,
ধর্ম শুধু হানাহানির কারবার।
কেউ বলে তুমি হিন্দু কবি,
লিখেছ শ্যামা সংগীত,
কেউ বলে শুধুই তুমি মুসলিম,
ইসলামী গীতে তওবা করেছ জমিন ও আসমান!
আসলে ও দুটির কোনটিই তুমি নও,
নারায়নের বক্ষে জন্ম নিয়েও নারায়নে তুমি মানবতার গান শেখাও।
খোদার আসন আরশ ছেদিয়া
গেয়েছ গান বিশ্ব মানবতার,
উচ্চতায় পৌঁছে দিয়েছ মানুষের শির।
কুলি বলে যারে অমানুষ করেছে অপমান,
দেবতার মত তুমি দিয়াছ তারে ঠাঁই ,
টেনে নিয়েছ বুকে ,
গেয়েছ শুধু মানুষের জয়গান।
মৃত্যু তে তোমার হয় নি মরণ,
দ্রোহ নয়, প্রেমেও তুমি আমরণ প্রেমিকের হৃদয়ে বিদ্রোহের বীজ করেছ বপন।
যারা তোমারে করেছে ভাগ বারবার,
তারাই আজই ব্যর্থ প্রিয়,
হে প্রিয়তম নজরুল ,
আজও প্রিয় তুমিই সবার।
আজিজুল হক
২৯ শে আগস্ট ,২০২৩

মন্তব্য করুন