Skip to content

বিদেশ – সুতপা মণ্ডল

দেশের মানুষ দেশ ছেড়ে
বিদেশেতে থাকে,
বিপদে সাহায্য বিদেশেতে
কেউ করে না কাউকে।
পরের কথা না ভেবে
নিজের কথাই ভাবে,
অল্প দোষে প্রচুর শাস্তি
দেয় একে অপরকে।
বিদেশেতে অল্প কষ্টে
অনেক অর্থ উপার্জন হয়,
অর্থ পেয়ে দেশের মানুষ
বিদেশেতেই রয়।
দয়ামায়া নেই তো তাদের
অর্থ প্রচুর আছে,
চেনা মানুষও অতি সহজেই
অচেনা তাদের কাছে।
ভালোবাসা মায়ায় ভরা
নিজের দেশ ছেড়ে,
বিদেশেতে থাকে তারা
অর্থ আঁকড়ে ধরে।

মন্তব্য করুন