Skip to content

বিদায় বসন্ত ~ পার্থ বসু

সবুজ পাতায় ভরা গাছে
আজ ধরেছে ফল,,
প্রকৃতির অপরূপ রূপ কত?
কত তার ছল।
মনের অজান্তে কখন যেন
বসন্ত গিয়েছে সরে,,
নানা রঙে ফুল সবই আজ
বুঝি গিয়েছে ঝরে।
বাতাসে নেই আর ফাগুন
ফুলের সে ঘ্রাণ,
কোকিল ও আজ আর
গাইলো না গান।
আসিল গ্রীষ্ম বুঝি ঐ সে
হাতছানি দেয়,,
নীরবে বসন্ত আজি তাই
জানালো বিদায় ।।

মন্তব্য করুন