Skip to content

বিদায়ের কথোপকথন – প্রসূন গোস্বামী

রাতের শেষ ঘন্টা বাজে,
আমাদের আলাদা হতে হবে।
চোখের ইশারায় কি বিদায় জানাব,
অকথিত কথোপকথন নিয়ে?

তোমার চোখের তারায়,
আমার স্বপ্ন ভাসে,
তোমার ঠোঁটের হাসি,
আমার হৃদয় জুড়ে।

আমি জানি,
আমরা আবারও মিলব,
কিন্তু এই মুহূর্তে,
তোমায় ছাড়া যেন বাঁচা দায়।

চোখের ইশারায়,
আমি তোমাকে বলতে চাই,
আমি তোমাকে ভালোবাসি,
আর তোমাকে হারাতে চাই না।

কিন্তু,
আমাদের যেতে হবে,
আমাদের পথ আলাদা।
চোখের ইশারায়,
আমি তোমাকে বিদায় জানাই,
অকথিত কথোপকথন নিয়ে।

মন্তব্য করুন