Skip to content

বিজয় দিবস (হোসাইন মাহমুদ সাগর)

ধর্ষিতা মা বোনের চিৎকারে,
বিজয় তোমায় খুজেছি।
তোমার দেখা না পেয়ে,
ব্যার্থ হয়েই ফিরেছি।

সন্তান হারা মায়ের হাহাকারে,
বাতাস যেনো কয়।
মায়ের কান্না থামাতে,
তোমারই দরকার হে বিজয়।

হারিয়েছে কত স্বজন আর,
কলিজা ছেড়া ধন।
তাদের কান্নার সুরে শুনি,
বিজয় তোমায় প্রয়োজন।

লাখো শহীদের রক্তে,
মাটি হলো সিক্ত।
খুজেছি তোমায় শুধু,
বুকে নিয়ে তিক্ত।

মেধাশূণ্য করিতে হানাদার,
সক্রিয়, ভয়াল কালো রাতে।
হতাশ হয়ে বাঙালি বিবেক,
অপেক্ষায় তোমার সাক্ষাতে।

অতিষ্ট হয়ে ময়দানে নামে,
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান।
কামার কোমার জেলে তাতি,
গরীব বিত্তবান।

হাসিমুখে জীবন দিলো তারা,
দেশেরই তরে।
বিজয় তোমার দেখা পেলাম,
একাত্তরের ষোলই ডিসেম্বরে।

সমাপ্ত

1 thought on “বিজয় দিবস (হোসাইন মাহমুদ সাগর)”

মন্তব্য করুন