Skip to content

বিজয়ের দিন /// এফ এইচ সজল

  • by

যখনই দেখেছি সবুজ পাতার ভিতরে রক্তবর্ণ রঙ,
বুঝতে বাকি ছিলনা ওঁই শূন্য আকাশটি স্বাধীন।

মুমূর্ষু বুকের ব্যথা নিবারণের দাবী
পবিত্র উপত্যকায় উঠে তর্জনই আঙুল নেড়েছিল তখনই
কাফন দাফনের কাপড় পড়ে
আপামর জন-সাধারণ নেমেছিল ঝেঁপে ।

এরপর-
সতঃস্ফুর্তভাবে ধর্ম বিভেদ ভুলে
একত্বের দাবী নিয়ে মাঠে নেমেছিল
কৃষক শ্রমিক ছাত্র জনতা নারী
এক সাগর রক্তে কিনেছে মুক্ত ওঁই আকাশটি সেদিন।

মন্তব্য করুন