Skip to content

বিজয়ের কবিতা – যুবক অনার্য

বিজয়ের কবিতা
যুবক অনার্য

যেরকম হয় – ওরা আমার
পিতাজির খুলি উড়িয়ে দিলো
মাতাজি আর বোনকে
তুলে নিলো জলপাই জিপে
ভাইটার গলা থেকে মুন্ডুটা
ধারালো চাকু দিয়ে আলাদা করে নিলো
আর আমাকে নাবালক ভেবে
দুই গালে সজোরে টিপে দিয়ে
যেদিক দিয়ে এসেছিলো সেদিকেই চলে গেলো

আমার মনে হলো – ইতোমধ্যে
আমরা বিজয় লাভ করে ফেলেছি
শুধু যুদ্ধটা বাকি রয়ে গেছে!

মন্তব্য করুন