Skip to content

বিজয় অর্জন – মো: ইব্রাহিম হোসেন রাজশাহী

বিজয় অর্জন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১২-১২-২০২৩ ইং

বৈরীরা দেশ নিবে করবে শাসন,
পাকিদের এই আশ বজ্রে ভাষণ।
বাংলার এ জমিন দখলের চায়,
জনমনে নাই কারো স্বাধীনতা হায়!

বাঙালিরা নিরুপায় দুর্বল জাত,
এই ভেবে পাকিরাজ করলো আঘাত।
অস্ত্রের দাবানলে অলিতে গলিতে,
শিশু যুবা কিশোরেরা বিদ্ধ গুলিতে।

নিপীড়ন জ্বালাতন রক্তের দামে,
লাখো দামালের প্রাণ বলিদান ধামে।
একাত্তরে তবু ঘাতকের প্রতি,
হয়নি হয়নি ভয়ে কভু শির নতি।

আপামর জনতারা জাতিভেদ ছাড়া,
নিঃস্ব যারাও তারা দিয়েছিলো সাড়া।
একটাই পণ ছিলো একাত্তরের,
আসবেই স্বাধীনতা দেশ বিজয়ের।

দুর্জয় দুর্গম গিরিপথ বেয়ে,
ছিনিয়ে এনেছে জয় বাবা মা ও মেয়ে।
প্রত্যয়ে মনে এই করেছিলো পণ,
ধর্ষণ নারী গুমে বিজয় অর্জন।

শহিদ দেশের তরে মুক্তির গান,
ভুলবো না কোনদিন কভু এই দান।
তাদের জন্য তুলি এ হাত দু’খান
জান্নাতে দিও প্রভু ওগো দয়াবান!

মন্তব্য করুন