Skip to content

বিজয়া – রবীন্দ্রনাথ দাস।

ভানু পূর্ব আকাশে উদয় হলে ,
রক্তিম আভায় বার্তা দিলো মোরে,
শান্ত শীতল সমীরণের মাঝে,
বিজয়ার যে বাজনা বাজে ভোরে।

নীলকন্ঠ পাখি যায় উড়ে কৈলাসে,
মা দুর্গা যাওয়ার বার্তা নিয়ে সাথে।
ভারাক্রান্ত মন আঁখি জলে ভাসে,
বিদায় কালে আশীষ মাগি মাথে।

দাও হে মোরে চেতনা,
কাটিয়ে মোর বেদনা,
করপুটে পদতলে আছি ঝুকে।

হয়ে তব শূল ধারী,
বিঁধে দিতে যেন পারি,
ষড়রিপু সম অসুরের বুকে।

মন্তব্য করুন