Skip to content

বিচ্ছেদের আগে – ভাস্কর পাল

বিচ্ছেদের আগে

বিচ্ছেদের আগে এসে দাঁড়িয়ো আমার সম্মুখে
রক্ত আলতা পায়ে খোলা কেশে
যেমনটি এসেছিলে প্রথম দিন, প্রথম দেখা করতে
বুকের ভেতরের হৃদস্পন্দন গুলো বলে দিচ্ছিলো
স্পেশাল কিছু হবে
তাকিয়ে ছিলাম একে ওপরের চোখের দিকে
করুন দৃষ্টিতে।
সেই ভাবেই এসো, সাদার মধ্যে কলকা আঁকা শাড়ি পড়ে।
যে শাড়িতে তোমাকে দেখতে আমার বেশ লাগে।
আমি নিয়ে আসবো বেলির মালা,
তোমার চুলে জড়িয়ে দিয়ে শেষ বারের মতো সাজিয়ে তুলবো।
আর গঙ্গা তীরে সেই কৃষ্ণচূড়ার তলে
যে কৃষ্ণচূড়া আমাদের ভালোবাসার সাক্ষী
যার তলে বসে একসাথে বেঁধেছি কত স্মৃতি।
বিচ্ছেদের আগে সেই কৃষ্ণচূড়ার তোলেই
আমার সাথে দেখা করো,,
চোখে লাগিয়ে এসো হালকা কাজল
সেই কাজল কালো চোখের দিকে তাকিয়ে থাকবো
তখন তুমি বিচ্ছেদের কথা বোলো।
বিচ্ছেদের আগের দিন রাতে না হয়, নাই ঘুমিও
শেষ বারের মতো আমায় সময় দিও,
রাত জেগে কিছু স্বপ্ন বুনবো একসাথে।
বিচ্ছেদের আগে নাহয় আমার জন্য চিঠি লিখো,
কাব্য করে কবিতা শুনিও অথবা সংসার বাঁধার গল্প।
বিচ্ছেদের পরে তো সবই হবে বিভাজিত।
তাই না হয় বিচ্ছেদের আগের দিনটা
আমার বুকে মাথা রেখে অনেকটা সময় থেকো।
বিচ্ছেদের পরে হয়তো চাইলেও বলতে পারবে না
তাই বিচ্ছেদের আগে একবার চিৎকার করে ভালোবাসার কথা বোলো।
বিচ্ছেদের আগে আমায় ফিরিয়ে দিও আমার দেওয়া চুম্বন
নাহলে সেই চুম্বনের মায়ায় জড়িয়ে যাবে,,
ফিরিয়ে দিও সমস্ত স্মৃতি পাহাড় গুলো
নাহলে সেগুলো বিচ্ছেদের বাঁধা হয়ে দাঁড়াবে।
গঙ্গা তীরে বসে চেয়ে থাকবে অস্তগামী রবির দিকে
আমার কাঁধে মাথা রেখে একটা বেঞ্চিতে বসে,,
দিনের অন্তিম কালে।
পাখিরা ফিরবে বাসায়, আঁধার নামবে ধীরে ধীরে
তোমার অন্তরে বেজে উঠবে বিচ্ছেদের ধ্বনি।
ধীরে ধীরে নেমে আসবে কালো ছায়া
খেলে যাবে বেদনার ঢেউ,
প্রাক্তন-প্রাক্তনী শিরোনামে ভূষিত হবো দুজনে।
হৃদস্পন্দন বাড়বে দ্রুত, শ্বাস থেমে থেমে যাবে,
দিয়ে যেও আমার কপালে শেষ চুম্বন বিচ্ছেদের আগে।।

মন্তব্য করুন