Skip to content

বিচিত্রতা – মো সাহেদ মাহমুদ

বিচিত্র মানুষ,
বিচিত্র চরিত্রের সন্নিবেশ,
কোলাহল আর সংঘাত,
কেউ কারো বালো নয়,
ঈর্ষার ভোগে,
উন্নতি দেখিলে,
শত্রুতা দরে,
কেউ কাঁদে,কেউ হাসে,
তাতে কারো কি আসে।
বাহুবল আছে যার সে বলে রাজ্য তার।
আত্মাতে নেই মনুষ্যত্ব জাগ্রত,
তাই তো বিশ্বভেফি আনন্দ বর্জিত।

মন্তব্য করুন