Skip to content

বাবার জন্য — নজরুল ইসলাম খান

বাবার জন্য
—————-
———নজরুল ইসলাম
বাবার কথা মনে পড়লে,
মনটা কেমন করে ।
বাবার জন্য নয়ন থেকে
অশ্রু পড়ে ঝরে ।
প্রথম যেদিন হেটেছিলাম,
বাবার হাতটা ধরে ।
সেদিন থেকে বাবা ছিলেন,
ছাতা মাথার পরে ।
আমার যত চাওয়া ছিল
যত যা প্রয়োজন ।
বাবাই সব মিটিয়েছেন
করে সব আয়োজন ।
এখন তো আর বাবা আমার
নেই যে এ জীবনে ।
বলেন না আর ওরে খোকা!
ভয় করিসনে মনে।
ক্লিষ্ট করে, আমার জীবন
পূর্ণ করে দিয়ে ।
চলে গেছেন বাবা নিজে,
শূন্য হাতটি নিয়ে ।
কোন আকাশে আছ বাবা?
কোন তারাটি তুমি ?
স্বপ্নে এসে ঘুমের ঘোরে,
যেও কপোল চুমি ।
তোমার জন্য ভালোবাসা
সারা হৃদয় জুড়ি ।
যেথায় থাকো, ভালো থেকো,
এই কামনা করি ।

২৪/১০/২০২১
টুটপাড়া , খুলনা

মন্তব্য করুন