Skip to content

বাণী বন্দনা ধর্মীয় কবিতা

বাণী বন্দনা (ধর্মীয় কবিতা)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

বিদ্যা অধিষ্ঠাত্রী দেবী তুমি মা ভারতী,
বিদ্যাদায়িনী মাতা তুমি সরস্বতী।
হংসবাহনা দেবী চড়িয়া বিমানে,
আবির্ভূতা হন দেবী এই ধরাধামে।

বাগদেবী বীণাপানি শ্বেত বীণা ধরা,
শ্বেত আভরণা দেবী রূপে মনোহরা।
বসন্ত পঞ্চমী তিথি পূণ্য শুভক্ষণে,
দেবী আরাধনা হয় ভক্তিযুক্ত মনে।

সম্মুখে মঙ্গল ঘট তাহে আম্র শাখা,
তদুপরি নারিকেল নববস্ত্র রাখা।
সুগন্ধি চন্দন মধু ঘৃত গঙ্গাজল,
ফুলমালা ধূপদীপ নানাবিধ ফল।

হোমযজ্ঞ পূজাপাঠ অঞ্জলি প্রদান,
বিদ্যাদায়িনী মাগো বিদ্যা কর দান।
অন্তিমে প্রসাদ ভোগ হয় বিতরণ,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।

মন্তব্য করুন