Skip to content

বাউলানী তোর জন্য

বাউলানী তোর একতারাতে সুর তুলবো
পণ করেছি
বাউলানী তোর ঈশারাতে সব ভুলে আজ
ঘর ছেড়েছি।
বাউলানী তোর বুকের ভিতর জীবন বায়ু
চালাকি নয়
বাউলানী তোর একলা জীবন শরীর মনে
জ্বালা কি হয়?
বাউলানী তোর সর্বনাশা দুই নয়নে
ডুব দেবো তাই
বাউলানী তোর সম্মোহনের মৃত্যুবানে
যাই মরে যাই।
বাউলানী তোর ঝড় থামিয়ে প্রাণ জুড়ানো
বৃষ্টি নামা
বাউলানী তোর দোহাই লাগে উষ্ণ ঠোঁটের
কাঁপন থামা।
বাউলানী তোর অনিন্দ্য আজ আমার হাতে
দে সঁপে দে
বাউলানী তোর সঙ্গে যাবো ভালোবেসে
আমাকে নে।
বাউলানী তোর লুকিয়ে রাখিস যত্ন করে
রূপ লাবণ্য
বাউলানী তোর প্রাণের বাউল পাগল শুধু
তোর জন্য।

মন্তব্য করুন