Skip to content

“বাংলা ভাষার তরে”- মোঃ সাজ্জাদুল ইসলাম শাকিল

বাংলা আমার মায়ের ভাষা
জন্ম থেকেই বলি,
মনেপ্রাণে লালন করে
কথা বলি মুখটা ভরে
এই ভাষাতেই চলি।

সকল ভাষার সমাহারে
অভিধানটা ভরা,
সব ভাষাতেই সাম্য দিয়ে
ভাব প্রকাশের ইচ্ছা নিয়ে
চলছে বিশ্ব ধরা।

কি অপরূপ বাচনভঙ্গি
সবই কিন্তু চেনা,
মাতৃভাষা রক্ষা করে
অর্জনে ভাই গেছে মরে
রক্ত মূল্যে কেনা।

ধর্মবর্ণ নির্বিশেষে
সবাই একই জাতি,
দেশের তরে সাম্য গড়ে
সব ভাষাতেই শ্রদ্ধা করে
বাংলা ভাষায় মাতি।

লেখার তারিখ:- ২৫/১১/২০২৩ খ্রিস্টাব্দ

মন্তব্য করুন